বন্যরাজার বন্য সাজা
ওমর ফারুক তাওহীদ
বিজন বাটে সিংহ হাঁটে,
চোখ যায় তার হরিণ ঘাটে।
বনের রাজা কে দেয় সাজা!
মাংস সে চায় তাজা তাজা।
আজকে এটা কালকে ওটা
হোকনা যতই ওলাওঠা
রক্তনদীর তুফান ঠেলে
কে দেয় তাকে জেলে?
রাখতে যশ রাখতে খ্যাতি,
মানতে হবে তার রাজনীতি!!
নগ্ন নখের গরল থাবা
সহজে তা ভুলেই যাবা?
বন্য রাজার বন্য গীতি
সুর তুলে যা তাতে...
পারলি না যা বলতে মুখে
পারবি কি তা হাতে!!!
ওমর ফারুক তাওহীদ
বিজন বাটে সিংহ হাঁটে,
চোখ যায় তার হরিণ ঘাটে।
বনের রাজা কে দেয় সাজা!
মাংস সে চায় তাজা তাজা।
আজকে এটা কালকে ওটা
হোকনা যতই ওলাওঠা
রক্তনদীর তুফান ঠেলে
কে দেয় তাকে জেলে?
রাখতে যশ রাখতে খ্যাতি,
মানতে হবে তার রাজনীতি!!
নগ্ন নখের গরল থাবা
সহজে তা ভুলেই যাবা?
বন্য রাজার বন্য গীতি
সুর তুলে যা তাতে...
পারলি না যা বলতে মুখে
পারবি কি তা হাতে!!!
No comments:
Post a Comment