উদাসী এই মনে আমি যা ভেবেছি
এত আশা নিয়ে এই মনে
আমি কি পেয়েছি
জীবনের যা কথা কিছু নয় হতাশার
শুধু সুখ চাই আর ভালবাসা
আশা হোক দুরাশা
চাই কার মন পেতে
চাই কারো সুর হতে
ভাবনা নয় কোন যেতে চাই সুদূরে
তুমি আমি যাব হারিয়ে দুটি হাত বাড়িয়ে
জীবনের যা কথা কিছু নয় হতাশার
শুধু সুখ চাই আর ভালবাসা আশা হোক দুরাশা
No comments:
Post a Comment