Tuesday, October 25, 2016

মন তোকে ছাড়া বঝেনা রে লিরিক-আকাশ


মন তোকে ছাড়া বঝেনা রে 

বুকে লেখা তোরই নাম প্রেম উড়িয়ে দিলাম ,
মন আর কিছু খোঁজে না রে ,
মন তোকে ছাড়া বঝেনা রে ...



তোকে শুধু গড়ি আমি ভেঙে চুরে নিজে ,
দিবা নিশি কাটে তোরই অনুভবে ভিজে 




বুকে লেখা তোরই নাম প্রেম উড়িয়ে দিলাম ,
মন আর কিছু খোঁজে না রে ।


মন তোকে ছাড়া বঝেনা রে ...


তোর মাঝে খুঁজে ফিরি জিবনের মানে ,
মরে যাবো দূরে গেলে কভু অভিমানে 


বুকে লেখা তোরই নাম প্রেম উড়িয়ে দিলাম ,
মন আর কিছু খোঁজে না রে ।


মন তোকে ছাড়া বঝেনা রে ...

No comments:

Post a Comment