দশ মাস দশদিন করে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন
হঠাত কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারাল
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তাঁরা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে “মা”
ভোরের তাঁরা রাতের তাঁরা “মাকে” জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না
মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ
অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয় আরন্নে ভয় তবু পাই
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তাঁরা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে “মা”
ভোরের তাঁরা রাতের তাঁরা “মাকে” জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না
Wow! here you find Ashes Lyrice
ReplyDeleteGood one
ReplyDeleteGood enough
ReplyDeleteThanks for help 👌
ReplyDeleteNc
ReplyDeletePls give me dj alok my id name azimdenzer11
ReplyDeleteদশ মাস দশদিন করে গর্ভে ধারণ
ReplyDeleteকষ্টের তীব্রতায় করেছে আমায় লালন
হঠাত কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারাল
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তাঁরা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে “মা”
ভোরের তাঁরা রাতের তাঁরা “মাকে” জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না
মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ
অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয় আরন্নে ভয় তবু পাই
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তাঁরা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে “মা”
ভোরের তাঁরা রাতের তাঁরা “মাকে” জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না
Download
ReplyDelete