রাতেরই এ আঁধারে অজানা ছোয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধুলী আবীর মাখা(2)
কী নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে(2)
চোখে চোখে চেয়ে থাকা
কবে হবে বলো কথা বলা
আবেগী মন বাঁধা মানে না
তুমি ছাড়া কিছু চাই না
কী নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে(২)
জানি তুমি আছো একা
তবে কেন বলো দূরে থাকা
সময় তো থেমে থাকে না
কী নেশা ছড়ালে
কি মায়ায় জড়ালে(২)
No comments:
Post a Comment