বৈশাখ এলে ঝড় আসে,বিলে নাচে কই
তাই দেখে কিছু মানুষ হারিয়ে ফেলে খেই।
বৈশাখ এলে অনেক যুবতির মনে লাগে ঢেউ
তাইতো বিবাহিত না হয়েও সাজে তারা বউ।
বৈশাখ এলে কিছু মানুষ হয়ে যায় বাঙ্গালি,
আমার মনে হয় এরা হচ্ছে দিবসের কাঙ্গালি।
কিছু মানুষ আবার বের করে মঙ্গল শোভাযাত্রা,
আসলেকি আসে মঙ্গল? না অমঙ্গলের
বার্তা।
বিকেলে তাদের মন ভরায় ইংলিশ হিন্দি গান।
মনে তাদের উচ্চ আশা,বাংলায় ভরেনা মন,
তাইতো মুখোশে ধরে তারা বাঙ্গালির ভান।
ছাড়ো ন্যাকামি, হও বাংলাদেশি
বাদ দাও অভিনয়, হয়ে যাও স্বদেশী
No comments:
Post a Comment