Thursday, August 18, 2016

কাঙ্খিত স্বাধীনতা-ওমর ফারুক তাওহিদ



আমার দেশে সর্বোচ্চ সাজা হলো ফাঁসি
ফাসি হলে আমরা অনেকে আনন্দে ভাসি।
আসলে ফাঁসিটা যৌক্তিক কিনা জানিনা
আমরা যে হুযুগে জাতি তাই সব বুঝিনা।

দুঃশাসনের যাঁতাকল ওরা করেছে সৃষ্ট
যার নিচে চাপা পরে মানবতা হচ্ছে পিষ্ট
কত মানুষ এই দড়িতে হয়েছে বিলীন
কিন্তু ফাঁসির দঁড়িটা রয়েছে অমলিন।


চোখের সামনে দেখেছি কত মানুষের পতন
তবুও একশ্রেণী র মানুষদের হয়নি চেতন।
ভেবেছিলো তারা ক্ষমতায় থাকবে চিরদিন
সে আশা অঙ্কুরেই ছিলো প্রস্ফুটিত হয়নি কোনোদিন  ।

আমরা যেহেতু মানুষ, তাই কাটেনা আমাদের বিলাস
যা মনচায় তাই করি ,ভুলে যাই অতীত ইতিহাস।
মনে করি যা করি সবই ঠিক, কেউ তো কিছু বলেনা,
প্রকৃত সত্য হলো অপরাধ কাউকে ক্ষমা করেনা।

চাই আবার জাগ্রত হোক ঘুমন্ত মানবতা

আর মানুষ ফিরে পাক কাঙ্খিত স্বাধীনতা।

No comments:

Post a Comment