এই তো সেদিন ছোট্ট বেলা
সবে মিলে করলাম খেলা
তেতুলিয়ার পাড়ে...
মন চাইলেই দেখব নেমে
রাখতে তাকে ধরে...
কচুরিপানা এলো কূলে
নাচতে নাচতে প্রায়।
দেখি সেথায় শর্প ফনা..
উচু করে হায়,
মাছ শিকারের মত্ত নেশায়,
এদিক ওদিক চায়...
ঢেউগুলোকে বিদায় জানাই
এদিকে পরান আমার যায়...
নদীর ছিলো ভরা দুকূল
নতূন যৌবনে...
আজ ও সে তেমন ই আছে
নিত্য নতুন গানে।
No comments:
Post a Comment