Saturday, August 20, 2016

অতৃপ্ত মুক্তি-ওমর ফারুক তাওহীদ


আজ অবেলায় অবহেলায়
ওর আড়শির সামনে যেতে মন চায়না,
স্বগতোক্তিতে আপন মনে কথা বলতেও ইচ্ছা করেনা।
চোখের উপর অযথাই অগ্নিস্ফুলিঙ্গরা দলবেঁধে হুমড়ি খেয়ে পড়ে।
 সব ঝাপসা লাগে কেন জানি।


চিরচেনা সেই ডাক ও মনে হয় অপরিচিত কোনো আগন্তুকের।
 গোধূলি লগনের সেই মনোরম দৃশ্যও আজ স্যাঁতস্যাঁতে
কোনো গলি পথের মত লাগে।
৬০ কেজি শরীরের দুই কেজি ওজনের মাথা কে আজ কয়েক টন ওজনের মনে হয়।।

 কারণ অবিশ্বাসের বালুচরে ধাক্কা লেগে বিশ্বাস খন্ডবিখন্ড হয়েছে।
 হাসি আসে অনেক... মন ভরে হাসতে মন চায়।

 হৃদয়ের রক্তস্রোত অশ্রুর ছদ্মবেশে অলক্ষ্যে বের হতে চায়, শুধু মুক্তির আশে।

No comments:

Post a Comment