আমি আপন করে ভালবাসবো তোমায়,
বল তুমি ভালবাসতে দিবে আমায়?
আমি আশায় ভালোবাসায় আজ বাধবো সুখের ঘর,
নিয়ে তোমায় তুমি যেথায়।
পৃথীবির সব ভালোবাসা এনে দিব আমি তোমার হাতের মুঠোয়
বল তুমি নিবে?
ঐই আকাশের রং নিয়ে সাজাবো তোমায়,
আপন করে বল সাজাতে দিবে?
আমি তোমার চোখে এনে দিব রাতের ঐ নিরবতা,
আমি তোমায় বলে দিব যা আছে বিশালতা।
আমি দূর পাহাড়ের ঝরনা হব, হব আর জলধারা।
তুমি নিস্ব হয়ে দেখবে জোছনারা ঘুমিয়ে পরা।
পৃথীবির সব ভালোবাসা এনে দিব আমি তোমার হাতের মুঠোয়,
বল তুমি নিবে?
Gan ta amr khub e psndr...Tnx for lyrics...
ReplyDeleteAi gan ta ami amader clg er 1st day te gaibo insallah
ReplyDelete