কর্মে তোমার প্রশংসা অতি কুড়াতে পারে,
তাই বলে কি লবন হয়ে গলে যাবে???
হঠাৎ কেউ বাগে পেয়ে,কথার বানে ভাসিয়ে নিলে,তুমি কি বন্ধু খেই
হারাবে???
অতি সুনামে তাল মিলিয়ে মুচকি হেসো না,
মিছরির ছুরির আঘাত কিন্তু সহজে ঘুচে না।
মুখে মধু থাকলেও তার হুল যে আড়ালে..
বহুরূপী পোকা চিনবে, বন্ধু! দৃষ্টি ঘুরালে।
এসব মাছি বলবে আছি সদা তোমা তরে
সময় এলে পরে কেটে গিট্টু খোলার ভয়ে।
তাই বন্ধু! মন ভুলোনা মিষ্টি কথার বাঁকে,
দেখে নিও স্বচ্ছ কাচে ,পড়না যেন ফাঁকে।
No comments:
Post a Comment