আমার সেদিন দাও ফিরিয়ে মুক্ত পবন ঘেরা,
সাঝের বেলা ভাবি মনে সেদিন ছিল সেরা।
সভ্যতার এই সংকটেতে জীর্ণ
আমার দেহ,
শীর্ণ আমার চিন্তাগুলো
দেখবে কি তা কেহ।
ছোট্ট বেলার স্বাধীন
আমি আজকে শিকল পায়,
চলতে গেলে, বলতে গেলে
সীমার মাঝে হায়।
করতে নারি মন যা চাহে
বড্ড বড় আজি,
শৈশবেতে ছিলাম আমি
মুক্ত নদীর মাঝি
না ছিলো কেউ বলতে আমায়
করতে কিছু বারন,
আজ কেন সেই করতে কিছু মনটা
খুঁজে কারন।
বাল্যবেলার খানিক বাধা
লাগতো পাহাড়সম,
যৌবনেতে জীবন আমার কেন
যে দুর্গম?
আজকে আমার মনটা যে যায়
সোনার বাল্যবেলা,
ভাললাগেনা এই বেলারই
বাস্তবতার খেলা।
No comments:
Post a Comment