মনে মেঘ জমতে জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে ....
মনে মেঘ জমতে জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে ...
চিন্তা তে তোর্ , কাটছে প্রহর
শান্তি নাই এই যন্ত্রণার
মন মাঝি রে বল না কোথায়?
মন মাঝি রে আয় ফিরে আয়
আয় ফিরে আয় ..
একা রাত বাকা চাঁদ
লাগেনা ভালো রে আর ....
নেই রোদ নেই রং
জানি নাই কিচ্ছু ই করার .....
একা রাত বাকা চাঁদ
লাগেনা ভালো রে আর ....
নেই রোদ নেই রং
জানি নেই কিচ্ছু-ই করার
পড়ছে মনে মুখের আদল
ভাঙে বুক ভাঙছে পাহাড়
মন মাঝি রে বল না কোথায়?
মন মাঝি রে আয় ফিরে আয়......
আয় ফিরে আয় ...
No comments:
Post a Comment