সখিরে সখিরে
যাইয়ো না দূরে রে
দূরে গেলে
আমার মনটা পোড়ে
নিরবে নিরবে
এই অন্তর জ্বলেরে
দিবা নিশি
থাকো হৃদয় জুড়ে
বন্ধুরে
বন্ধুরে যাইয়ো না দূরে রে
দূরে গেলে
আমার মনটা পোড়ে
নিরবে নিরবে
এই অন্তর জ্বলেরে
দিবা নিশি
থাকো হ্রদয় জুড়ে
দিন যে যায় , মাস যে যায়
ভালোবাসা শুধু
বেড়ে বেড়ে যায়
চোখ বুঝলেই কত
স্বপ্ন হায়
সুখ পাখিটার
ডানায় ডানায়
বুকের এই
গভীরে অন্তরে বাহিরে
মন খুজে শুধু
তোমায় তোমায় …..
ঐ ………………………..
চোখ যে হায়
স্বপ্ন পোড়ায়
নীল আধারের
গল্প মায়ায়
পোড়ে বুক
হ্রদয় জানায়
সেই হাসিটার
ছোয়ায় ছোয়ায়
বুকের এই
গভীরে অন্তরে বাহিরে
মন খুজে শুধু
তোমায় তোমায় ………
No comments:
Post a Comment