Monday, November 25, 2019

কোপা সামসু গানের লিরিক। Kopa Samsu Song Lyrics


গানঃ কোপা সামসু
সিনেমাঃ কোপা সামসু



জায়গা মত লাগ, লাগভেল্কি লাগ
সবার চোখে মুখে লাগ।
থাক ভেল্কি থাক, হইয়া গেছে ফাক
আরে লাগ ভেল্কি লাগ আমার সামসুর চোখে লাগ।
ছু মন্তর ছু কুবা সামসু,
কুক্কুরু কুডু কুবা সামসু।

আমার বাড়িরও পিছে গাছেরও নিচে
আছে একটা ডুয়ারে
কুবা কুবা, জোরে কুবা
কুবারে কুবা জোরে কুবা।

শাবল দিয়া কুবারে, কুড়াল দিয়া কুবারে
কুদাল মাইরে ডুবা তারে খাল বানাইয়া দে
খুনতা দিয়া কুবারে, দাও দিয়া কুবারে
কুদাল মাইরা ডুবা তারে খাল বানিয়া দে।
সেই খালেরও পানি অঙ্গে ঢাইলা আমার
যৌবনের আগুন নিভারে।

আমারে পাগল বানা তুইও পাগল হইয়া যা
দুই পাগলে প্রেম দরিয়ার সাঁতার দিমু রে
ও তোর, প্রথম বিচারে কাম সাগরে
ইচ্ছা মত কুবারে রে।

Sunday, March 18, 2018

আমার মুক্তিযোদ্ধা গানের লিরিক-সায়ান


আমার মুক্তিযোদ্ধা
সুর, কথা ও কম্পোজিশনঃ সায়ান

আমার দেশের যোদ্ধা তুমি লইও আমার সেলাম
তোমার নামে নানান খবর বাজার থেকে পেলাম
আমার মুক্তিযোদ্ধা তুমি লইও আমার সালাম।

যেই দুহাতে অস্ত্র ধরে মরতে গিয়েছিলে
রক্ত দেওয়া সুযোগ পেয়ে মরতে গিয়েছিলে
স্বাধীনতার শত্রু  যারা
সামনে তোমার পড়লে তারা
হাত কাঁপে নি হাসি মুখে খুন করেছো তুমি
তুমি নাকি সেই দুহাতে
সুযোগ পেয়ে দিনে রাতে
লুট করেছো লুট করেছো আমার জন্মভূমি

শুনো আজকে যাদের নাম শুনিলেই ভক্তিতে প্রাণ কাঁপে
যেন নয় তাহারা সমান সাবাই যোদ্ধা সমান মাপে
মহান তাদের ভাবছো যত নয় সকলে অত
আহা! যার ইতিহাস ঘাটবে যত বুঝবে তুমি তত
আমার মুক্তিযোদ্ধা তুমি লইও আমার সেলাম!

সেদিন তোমার সাহস দেখে কৃতজ্ঞ এই দেশ
অনন্তকাল থাকবে ঋণী আমার বাংলাদেশ
তারপরে কী খুব গোপনে
হিসেব কষো আপন মনে
সেই সাহসের মূল্য তোমায় এদেশ দিলো কত?
তাই তো তুমি রক্ত চুষে
আমার নরম মাটি শুষে
নিজেই নিজের দাম বসিয়ে বিলাস করে অত

শুনো আজকে তবে জানাই  তোমায় মির্জাফরের ছেলে
তুমি জীবন দিতে গিয়েও কেন জ্যান্ত ফিরে এলে?
আমার মাটি সেদিন তোমায় চিনতে পেরেছিলো
সে যে রক্ত তোমার নেবে না তাই ফেরত দিয়েছিলো
আমার মুক্তিযোদ্ধা তুমি লইও আমার সেলাম!