গানঃ কোপা সামসু
সিনেমাঃ কোপা সামসু
জায়গা মত লাগ, লাগভেল্কি লাগ
সবার চোখে মুখে লাগ।
থাক ভেল্কি থাক, হইয়া গেছে ফাক
আরে লাগ ভেল্কি লাগ আমার সামসুর
চোখে লাগ।
ছু মন্তর ছু কুবা সামসু,
কুক্কুরু কুডু কুবা সামসু।
আমার বাড়িরও পিছে গাছেরও নিচে
আছে একটা ডুয়ারে
কুবা কুবা, জোরে কুবা
কুবারে কুবা জোরে কুবা।
শাবল দিয়া কুবারে, কুড়াল দিয়া কুবারে
কুদাল মাইরে ডুবা তারে খাল
বানাইয়া দে
খুনতা দিয়া কুবারে, দাও দিয়া কুবারে
কুদাল মাইরা ডুবা তারে খাল বানিয়া
দে।
সেই খালেরও পানি অঙ্গে ঢাইলা আমার
যৌবনের আগুন নিভারে।
আমারে পাগল বানা তুইও পাগল হইয়া
যা
দুই পাগলে প্রেম দরিয়ার সাঁতার
দিমু রে
ও তোর, প্রথম বিচারে কাম সাগরে
ইচ্ছা মত কুবারে রে।